ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ওপর হামলা, হত্যা, দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ শহরের বাজার মোড়ে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় ৮০ থেকে ৯০ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) উদ্যোগে এ কর্মসূচি অনষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড় থেকে শুরু করে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বাগাছাসের সভাপতি রেডক্লিফ দিব্রা। এছাড়াও উপস্থিত ছিলেন অনিক রেমা, সভাপতি, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ময়মনসিংহ মহানগর শাখাসহ গারো ছাত্র সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
0 Comments