আর্জেন্টিনার অজেয় যাত্রা থামিয়ে কলম্বিয়ার প্রতিশোধ

কলম্বিয়া ২–১ আর্জেন্টিনা

আর্জেন্টাইনদের এই হতাশাই বলে দিচ্ছে ম্যাচের ফল। আজ কলম্বিয়ার বিপক্ষে


রেফারি শেষ বাঁশি বাজাতেই কলম্বিয়ান ফুটবলারদের সে কী উল্লাস! তাঁদের উদ্‌যাপনই বলে দিচ্ছিল, এটা নিছক একটা জয় নয়। এ জয় ক্ষতের প্রলেপ দেওয়ার। প্রতিশোধেরও নয় কি?

গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই তো ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল কলম্বিয়াকে। সঙ্গে নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছিল।

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আজ ঘরের মাঠে সেই আর্জেন্টিনাকে পেয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ২–১ গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা। এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের।



কোপার ফাইনালে একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন কলম্বিয়ান অধিনায়ক হামেস রদ্রিগেজ। আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেও দলকে শিরোপা জেতাতে না পারায় সেদিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেনও তিনি। সেই রদ্রিগেজই আজকের ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন। কলম্বিয়ার দুটি গোলেই তাঁর অবদান।

এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেনদেজে আজ ম্যাচের ২৫ মিনিটে ৪৭ হাজার ছুঁই ছুঁই দর্শকদের আনন্দে ভাসান ইয়েরসন মোসকেরা। রদ্রিগেজের কর্নার কিক থেকে বক্সের জটলায় বল খুঁজে নেয় মোসকেরাকে। অনেকটা উঁচুতে লাফিয়ে উঠে তাঁর নেওয়া দুর্দান্ত এক হেড আশ্রয় নেয় আর্জেন্টিনার জালে। তা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না এমিলিয়ানো মার্তিনেজের।




Post a Comment

0 Comments