ঢাকায় ট্রাফিক আইনে দুইদিনে কোটি টাকা জরিমানা


ছবি সংগৃহীত 


 রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ও শুক্রবার (২৫ অক্টোবর) এই অভিযানে ২৯৫৭টি মামলা দায়ের করা হয়। এ সময় ১২১টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়।



ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি।

Post a Comment

0 Comments