মেয়ে ভর্তি পরীক্ষার হলে, মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

 

ছবি: ডেইলি বাংলাদেশ



দেশের ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার দিতে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে মারা গেছেন এক অভিভাবক। মৃত ঐ অভিভাবকের নাম শামীম আরা বেগম। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।


শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়ে আরোয়া তাবাসসুম ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষা দিতে ঢাবিতে এনেছিলেন। পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশেপাশের মানুষ মেডিকেলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।




Post a Comment

0 Comments