স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে নিথর স্বামী

 

ছবি সংগৃহীত 


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী ফরিদুল ইসলাম। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল। নিহত ফরিদুল ইসলামের (৩৪) বাড়ি পাবনা সদরের রাজাপুরে, তবে ঢাকায় থাকতেন। তার শ্বশুরবাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে।



ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে নিহত স্ত্রীর লাশ ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাওয়ার পথে লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এ সময় ফরিদুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন গাড়িতে থাকা আরো অন্তত পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments