![]() |
৩০ কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়। ছবি: ডেইলি বাংলাদেশ |
রাজধানীর ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের ৩০টি কলেজের শিক্ষার্থীরা সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ডিএমআরসি কলেজের নেতৃত্বে প্রায় ৫ হাজার শিক্ষার্থী একত্রে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে আক্রমণ করে।
জানা গেছে, বুধবার থেকে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা ‘ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর’ অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি করেন। এক পর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরতদের ওপর আক্রমণ চালায়।
ঐ ঘটনার প্রতিবাদে রোববার ডিএমআরসি কলেজ, নটরডেম কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, নারায়ণগঞ্জ সরকারি কলেজ, খিলগাঁও সরকারি কলেজসহ ৩০টি কলেজের ৫ হাজার শিক্ষার্থী সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে আক্রমণ চালায়। হামলায় এখন পর্যন্ত একজন সাংবাদিকসহ প্রায় ৩৫ জনের অধিক আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি।
বিক্ষোভকারী এক শিক্ষার্থী জানায়, আজ সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিক্যালের সামনে বিক্ষোভ করতে আসলে কবি নজরুলের শিক্ষার্থীরা পুনরায় আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে আমরা সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের হামলার জবাবে তাদের প্রতিহত করি। এতে এখন পর্যন্ত আমাদের প্রায় ২৫-৩০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজকে উপর্যুক্ত জবাব না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
0 Comments