ফোনের চার্জার বিস্ফোরণ হতে পারে যেসব ভুলে

 

ছবি: অন্তর্জাল


আমাদের জীবনে ব্যস্ততা যতই থাক; স্মার্টফোনের চার্জ কিন্তু দিতে হয় সময়মতোই। কারণ স্মার্টফোনের প্রাণ সচল রাখতে চার্জারের বিকল্প নেই। দেখা যায়, ফোনে কোনো মিটিংয়ে জয়েন করেছেন সেই মুহূর্তে চার্জ না থাকায় ঝামেলায় পড়তে হচ্ছে। যার সমাধান দেবে ফোনের চার্জার।


তবে জানেন কি, আপনার ব্যবহারের ভুলেই নষ্ট হতে পারে ফোনের চার্জার। এমনকি বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।



তো চলুন দুর্ঘটনা আগে আমরা সতর্ক হই এবং জেনে নিই ফোনের চার্জার বিস্ফোরণ হতে পারে যেসব ভুলে-



অরিজিনাল চার্জার ব্যবহার না করা: নকল বা অকার্যকর চার্জার ব্যবহার করলে অতিরিক্ত তাপ সৃষ্টি হতে পারে।



সার্কিট ওভারলোড: একই সার্কিটে অনেক ডিভাইস চার্জ দিলে তা অতিরিক্ত লোড সৃষ্টি করতে পারে।



পানির সংস্পর্শে আসা: চার্জার বা ফোনে পানি লাগলে শর্ট সার্কিট হতে পারে।



চার্জিং পোর্টের অকার্যকর অবস্থা: ময়লা বা ক্ষতির কারণে সংযোগে সমস্যা হলে শর্ট সার্কিট ঘটতে পারে।



দীর্ঘ সময় ধরে চার্জে রাখা: অতিরিক্ত সময় ধরে

Post a Comment

0 Comments