কাল পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রকাশ্যে আসছে ঢাবি শাখা শিবির

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত


প্রেসিডেন্ট-সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রকাশ্যে আসছেন ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।


মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বিষয়টি ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।



এস এম ফরহাদ বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারির জনসম্মুখে পরিচিত হওয়ার পর এই ধাপে আগামীকাল ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি। 



কতো সদস্যবিশিষ্ট কমিটি হবে জানতে চাইলে তিনি বলেন, এটা আপাতত না জানাই। কাল কমিটি ঘোষণার সময় জানাবো।



এস এম ফরহাদ আরো বলেন, কমিটি নতুন না। আমাদের কমিটি জানুয়ারিতে গঠন হয়েছে। সুতরাং কমিটি গঠনের কোনো কাজ নাই; শুধু জনসম্মুখে পরিচিত করাটাই এর উদ্দেশ্য।



ডেইলি-বাংলাদেশ/কেবি

Post a Comment

0 Comments