সাফ চ্যাম্পিয়নশিপে কে কোন পুরস্কার পেলেন

ছবি সংগৃহীত 





নেপালকে টানা দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্স করেছে বাংলার মেয়েরা। ব্যক্তিগত পুরস্কারেও বাঘিনীদেরই আধিপত্য।


পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ২০২২ নারী সাফেরও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা।



এবারের মেয়েদের সাফের সেরা খেলোয়াড়ের পুরস্কারে উঠেছে ঋতুপর্ণা চাকমার হাতে। টুর্নামেন্টে তিনি ২ গোল করলেও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। 



আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। অপরাজিত থেকেই এবারের শিরোপা জিতেছেন সাবিনারা। বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল।



ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ভুটান। সর্বোচ্চ ৮ গোল করে গোলদাতার পুরস্কার পেয়েছেন ভুটানের দেকি হাজাম। 



২০২৪ নারী সাফে কে কোন পুরস্কার পেয়েছেন:

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ভুটান

সেরা গোলরক্ষক: রূপনা চাকমা

সর্বোচ্চ গোলদাতা: দেকি হাজাম (৮ গোল)

সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা


Post a Comment

0 Comments