রেললাইন পার হতে গিয়ে প্রাণ হারালেন চাঁন মিয়া

ছবি সংগৃহীত 



ময়মনসিংহ রোড স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে চাঁন মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।



জানা যায়, সকালে ময়মনসিংহ রোড স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন চাঁন মিয়া। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান চাঁন মিয়া। পরে রেলওয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Post a Comment

0 Comments