বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ব্ল্যাকআউট কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা


ফাইল ফটো 


দাবি না মেনে উল্টো আন্দোলনের সমন্বয়কদের চাকরিচ্যুতি ও গ্রেফতারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।  


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ (ব্ল্যাকআউট) করেন তারা।



জানা যায়, দুই দফা দাবিতে আন্দোলনরত নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মনির হোসেনকে গ্রেফতার করেন এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. শামিউল কবিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন জেলায় পল্লী বিদ্যু সমিতির জিএম ‌ও এজিএম পদে ১৩ জনকে চাকরি অব্যাহতি দেওয়া হয়। এরই প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Post a Comment

0 Comments