আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন দিল বিএনপি সমর্থক

ছবি: সংগৃহীত 



ফরিদপুরের সালথা উপজেলা বড় ক্ষারদিয়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেম্বারে বাড়িতে আগুন দিয়েছে বিএনপি সমর্থিত লোকজন। এতে পাঁচটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 


জানা যায়, উপজেলা বড় ক্ষারদিয়া গ্রামে বিএনপি সমর্থিত সালথা উপজেলার বড় ক্ষারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক মোল্লার সমর্থিত লোকজন আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেম্বার আব্দুল হাশেম মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশের টহল দল রয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।

Post a Comment

0 Comments